ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
৫'শ অসহায়-দরিদ্র মানুষকে কম্বল দিয়েছে ভোরের সাথী বিত্তশালীদের এগিয়ে আসার আহবান মোকতাদির চৌধুরীর
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০১-১৯ ১১:১৭:৫৩
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন- ভোরের সাথী অনেক ভালো কাজ করছে। তারা সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। এমনিভাবে বিত্তশালীরা এগিয়ে আসলে মানুষ উপকৃত হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে শহরের লোকনাথ ময়দানের প্রাত: ভ্রমনকারীদের নিয়েে গড়ে উঠা সংগঠন সমাজসেবার রেজিষ্ট্রেশনভূক্ত ভোরের সাথীর উদ্যােগে ৫'শ অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ভোরের সাথীর সভাপতি আতিকুল হক আতিকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, আওয়ামীলীগ নেতা এডভোকেট সৈয়দ তানভীর, তানজিল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আল আমিন শাহিন। পরে ৫'শ অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী