ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
৪৫ টি ‘কমিউনিটি ভিশন সেন্টার’ এর উদ্বোধন
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২৩-০১-১৮ ০৮:৫৫:৫১
বরগুনার আমতলী উপজেলা সহ দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে দেশের ৪টি বিভাগের ৪৫ টি ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধন ঘোষণা করেন। ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৩য় পর্যায়ের এ কার্যক্রমের ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি। বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনসটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, সহযোগি প্রতিষ্ঠান ভারতের অরবিন্দ আই হসপিটালের নির্বাহি পরিচালক ডা. তুলসী রাজ। বরগুনায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধন উপলক্ষে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভিডিও কন্ফারেন্স অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ। প্রধানমন্ত্রীর আনুষ্ঠিানিক উদ্বোধনের মধ্য দিয়ে বরগুনার আমতলী ও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ এর কার্যক্রম চালু হয়েছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত