দিনাজপুরে ঘনকুয়াশায় ট্রাকরে ধাক্কায় প্রাণ গেলো মোটারসাইকেল আরোহীর
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২৩-০১-১৮ ০১:১৩:২৯
- Print
দিনাজপুর চিরিরন্দরে ঘন কুয়াশার কারণে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নুরুজ্জামান (৪০) নিহত হয়েছে।
আজ বুধবার(১৮ জানুয়ারি)ভোর ৫ টার দিকে
উপজেলায় ফুলবাড়ি দিনাজপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার হযরতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী নবাবগঞ্জ উপজেলার কুটিয়ার গ্রামরে মৃত মশিয়ার রহমানের ছেলে মো. নুরুজ্জামান(৪০)।
স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে নিহত মনিরুজ্জামান গ্রামের বাড়ি নাবাবগঞ্জ যাচ্ছিলো পথি মধ্যে চিরিরবন্দর উপজেলার হযরতপুর নামক স্থানে ফুলবাড়ি গামি একটি ট্রাক ঘনকুয়াশা থাকার কারোনে দেখেতে না পেয়ে মোটরসাইকেলটি কে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পাকা রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানিয়রা আহত নুরুজ্জামানকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,ঘনকুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।