বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে সেটিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া বলে জানিয়েছেন লু। তাই একটু সময় লাগতে পারে। তবে ভবিষ্যতে এটি দূর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বাংলাদেশ ঠিকপথেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন লু। র্যাবের সংস্কার নিয়ে কিছু বলেননি। তারা বলছে, তোমরা এখন যেভাবে কাজ করছো, তা সন্তোষজনক। এই অগ্রগতি যেন সবসময় থাকে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন এই কর্মকর্তার পরামর্শ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড লু) বলেছেন সবার রাজনীতি করার অধিকার আছে। আমরা বলেছি সেটি আমরা মানি। তবে তারা যদি জনগণের সম্পত্তি নষ্ট করে, গুলি ছোড়ে বা রাস্তাঘাট বন্ধ করে, তাহলে আমরা বাধা দেব।