ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন; মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০১-১৫ ১২:০৬:০৯

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্যে ১১ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭ জন। এরমধ্যে প্যানেলভূক্ত ভাবে রিয়াজ উদ্দিন জামি ও জাবেদ রহিম বিজন পরিষদ থেকে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে  রোববার নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার গোলাম মুস্তফা মুন্নার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

 রিয়াজ উদ্দিন জামি ও জাবেদ রহিম বিজন পরিষদের প্রার্থীরা হচ্ছেন সভাপতি: রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি: পীযূষ কান্তি আচার্য, সহ- সভাপতি:মো: ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক: জাবেদ রহিম বিজন, যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ: মজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক: শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক: নজরুল ইসলাম শাহজাদা, কার্যকরী সদস্য: মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ। 

এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে জসিম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন বিপু,কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সদস্য পদে মীর মো: শাহিন।

আগামীকাল সোমবার মনোনয়নপত্র বাছাই,মঙ্গলবার প্রত্যাহার। ভোট গ্রহন ২১শে জানুয়ারী। এদিন নির্বাচনের আগে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা হবে।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন