ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নিরপেক্ষ সরকার ব্যতীত বিএনপি কোন নির্বাচনে যাবেনা-সৈয়দ এ, কে একরামুজ্জামান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০১-১৪ ১১:২০:১৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ, কে একরামুজ্জামান বলেছেন, নিরপেক্ষ সরকার ব্যতীত বিএনপি কোন নির্বাচনে যাবেনা। আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। শনিবার দুপুরে নাসিরনগর সুখন ভবন চত্বরে নাসিরনগর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন এ সম্মেলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তা আরো বেগবান হবে। তিনি বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান। নাসিরনগর উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা আওয়ামীলীগের কমিটিতে ত্যাগী নেতাদের অন্তর্ভূক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী