ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্বার
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০১-১৩ ১২:০১:৩৮
ভোলায় গলায় ফাঁস দিয়ে হাসনাইন (১৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেসে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি বাজারের পাশ্ববর্তী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। টিনসেট বাসার পাটাতন এর উপর জুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে নিহত হাসনাইন এর স্বজনরা। নিহত হাসনাইন ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার আবুল কাশেম এর ৫ সন্তানের মধ্যে চতুর্থ। স্থানীয় ভাবে জানা যায়, ফাঁস দিয়ে আত্মহত্যা করা হাসনাইন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারনা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছিলো। এ বিষয়ে পুলিশ জানায়, আত্মহত্যার বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন হাওয়ার কারণেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবার এর নিকট হস্তান্তর করার কথা রয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী