ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বঙ্গবন্ধুর ম্যুরল উদ্ভোদন
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০১-১৩ ১১:৫৭:১২
শিবপুর শহীদ আসাদ কলেজে ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। স্বাধীনতার ৪৯ বছর পর শিবপুরের মাটিতে শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বঙ্গবন্ধুর প্রেমে আদর্শিত হয়ে শিবপুরের কৃতি সন্তান আলহাজ্ব মাহফুজুল হক টিপু সাবেক কার্যকরী সদস্য নরসিংদী জেলা আওয়ামীলীগ ও বিশিষ্ট ব্যবসায়ী। শিবপুরে অনেক শিল্পপতি আওয়ামী লীগ নেতা থাকার পরেও সেই শিবপুরের কৃতি সন্তান শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধুর কোন স্মৃতি ছিলনা বা করতে কেউ সাহস পাইনি, এগিয়ে এসেছেন বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ মুজিবুর রহমান এর প্রতি অগাধ ভালোবাসার সম্মান জানিয়ে সাধারচরের সন্তান আলহাজ্ব মাহফুজুল হক টিপু নিজস্ব অর্থায়নে নির্মাণ কাজ শেষ করে ১২ জানুয়ারি ম্যুরালটি সবা জন্য উন্মুক্ত করেদেন বিশাল জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। তার কন্যা শেখ হাসিনাও সবসময় গণমানুষের রাজনীতি করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে দুর্যোগে জনগণের পাশে থেকেছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ পরিচালনায় পরিপূর্ণ জ্ঞান ছিল বলেই স্বাধীনতা পরবর্তী অতি অল্প সময়েই দেশ পুনর্গঠন করতে পেরেছিলেন। কিন্তু দুঃখের বিষয় শিবপুরের শহীদ আসাদ কলেজে কোন আওয়ামী লীগ নেতা বা শিল্পপতি সম্মান ভালোবাসা দেখিয়ে মুরাল করতে এগিয়ে আসে নায়, কিন্তু বড় কোন রাজনৈতিক নেতা না হয়েও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রেম দেখিয়ে টিপু ইতিহাস সৃষ্টি করলেন শিবপুরের মাটিতে আজকে আরেকটি আওয়ামী লীগের বিজয় হলো মুরাল নির্মাণের মধ্য দিয়ে। সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিউল কাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, পলাশ ২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মাহফুজুল হক টিপু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, স্থানীয় সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোহসিন নাজির, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার প্রমূখ। আলোচনা সভার পূর্বে কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল শুভ উদ্বোধন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ