আশুলিয়ায় স্বামীর লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু
- জসিম উদ্দিন বিজয়, সাভার
-
২০২৩-০১-১৩ ০৩:০৮:২৯
- Print
সাভারেরর আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জের ধরে স্বামীর লাঠির আঘাতে সুর্বানা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাষন্ড স্বামী জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর রাতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার জনি জামালাপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো. জিয়াউল মিয়ার ছেলে। নিহত সুর্বনা আক্তার একই জেলার সরিষাবাড়ি থানার আদরাচর গ্রামের সুজন মিয়া মেয়ে। বর্তমানে তারা আশুলিয়ার বুড়িরবাজার এলাকার চাঁন মিয়ার বাড়িতে ভাড়া থাকত। জনি পেশায় পোশাক শ্রমিক ও স্ত্রী সুর্বনা গৃহিনী ছিল। প্রায় ৪ বছর আগে তাদের বিয়ে হয় ও তাদের ঘরে এক বছরের শিশু সন্তান রয়েছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রাতে স্বামী-স্ত্রী দুইজন পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে জনি লাঠি দিয়ে সুর্বানার মাথা আঘাত করে। এতে ঘটনাস্থলে সুর্বনার মারা যায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। জনি প্রতিবাদ করলেও শুনত না। এই বিষয় নিয়ে প্রায় তাদের মধ্যে ঝাগড়া-বিবাদ হত।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই শাহিন আহমেদ নয়ন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে গ্রেপ্তার জনি নেশাগ্রস্থ। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।