ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে শীততাপ নিয়ন্ত্রিত প্যারিস ডি সেলুন এন্ড জেনস পার্লারের যাত্রা শুরু
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৩-০১-১২ ২৩:৪২:৩৫
বান্দরবানে গার্ডেন সিটি মার্কেটের ২য় তলায় তুন আঙ্গিকে আধুনিক সেবার মান নিয়ে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভাবে প্যারিস ডি সেলুন এন্ড জেনস পার্লার যাত্রা শুরু করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারিস ডি সেলুন এন্ড জেন্ডস পার্লার এর উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, হোটেল অরণ্য আবাসিক হোটেলের স্বত্বাধীকার মোঃ জসিম উদ্দিন, গার্ডেন সিটি আবাসিক হোটেলের স্বত্বাধীকার মোঃ জাফর, প্যারিস ডি সেলুন এন্ড জেন্ডস পার্লারের স্বত্বাধীকার টুন্টু শীলসহ প্রমুখ । প্যারিস ডি সেলুন এন্ড জেন্ডস পার্লারের স্বত্বাধীকার টুন্টু শীল জানান, প্যারিস ডি সেলুন এন্ড জেনস পার্লার সু-দক্ষ কারিগর ধারা ব্র্যান্ডেড হেয়ার কালার, পপডিকিটর,মেনকিউর, বর সাজ, হেয়ার রবিন্ডিং এবং স্ট্রেইট, বডি ম্যাসেজ, সব ধরনের পার্টি ফেসিয়াল,যে কোন ধরনের হেয়ার ট্রিটমেন্ট, ফুট ম্যাসেজ এর কাজ করা হবে। এছাড়াও তারা সব সময় গ্রাহকদের কাংক্ষিত সেবা দিতে প্রস্তুুত।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী