ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ফুলবাড়ীতে শেখ রাসেল  টুর্নামেন্টের উদ্বোধন
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০১-১১ ০৭:৫৭:২৭
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ রাসেল স্মৃতি সংসদ শিমুলবাড়ি উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবুতর উড়িয়ে  টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন। শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  খন্দকার মিজানুর রহমান মিঠু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল,শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান,প্রধান শিক্ষক রুনা বেগম,সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার মোহন্তসহ আর অনেকে। উদ্বোধনী দিনে ফুলবাড়ী ফুটবল দলের সাথে উলিপুর ফুটবল দল মোকাবেলা করেন। খেলা দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ফুটবল প্রেমীর ঢল নামে। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন  তার  বক্তব্যে বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।
ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স