ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে আব্দুল জব্বার-শামসুন্নাহার ফাউন্ডেশনের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-০১-১০ ০৭:১১:৩৬
মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তারনায়। এই স্লোগানকে সামনে রেখে আব্দুল জব্বার শামসুন্নাহার ফাউন্ডেশনের উদ্দ্যোগে ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার এলাকায় ৬শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। আব্দুল জব্বার - শামছুন্নাহার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক খন্দকার জাবির শফি দিনারের সার্বিক সহযোগিতায় ও মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস। এসময় মাচ্চর ইউনিয়নের ৬ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়া আব্দুল জব্বার - শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৫০ জন অসহায় দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন করা হচ্ছে। তাছাড়া সমাজের ৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ২০টি সেলাই মেশিন,২০টি গরু ও ২০টি ছাগল বিতরন করা হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী