ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নরসিংদীতে কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০১-০৯ ০৯:০৬:৩৫

"এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা" মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে মরজাল ইউনিয়ন পরিষদ মাঠে কৃষক সমাবেশ এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ  খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহমিনা মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কৃষক-কৃষানী ও সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ