ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আমতলীতে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২৩-০১-০৮ ০৮:১১:০৬
আমতলীতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৮ জানুয়ারি) বিকেলে ৫ টায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি দরিদ্র আপ্তের খাঁন বলেন, এবারে ঠান্ডা খুবই বেশি। ঠান্ডার চোটে গাও থর থর করে কাঁপে। কম্বলডা পাওয়ায় আজ থেকে ঠান্ডা আর লাগবে না। মোরা গরিব মানু বাবা। মোগো এই বিপদে যে কম্বল দিয়ে সাহায্য করছে আল্লাহ যেন তাদের সুখে শান্তিতে রাখে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.জিয়াউর রহমান বলেন, করোনা কালীন সময়ে কর্মহীন মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবী টিম এর আগেও বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও তাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো.মিজানুর রহমান বাদল তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মনজুরুল হক কাওসার, মুক্তি যোদ্ধা কমান্ডার শামসু উদ্দিন (সানু) প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.জাহিদ লিটন, শিক্ষক সোরাফ হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী