ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে এডুকেয়ার স্কুল এন্ড কলেজের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০১-০৭ ০৪:৩৩:২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এডুকেয়ার স্কুল এন্ড কলেজের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় ফিতা কেটে এডুকেয়ার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। উদ্বোধনের পরেই বিদ্যালয়ের প্রাঙ্গণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের উপদেষ্টা জায়দুল হক, আতাউর রহমান, নজরুল ইসলাম ,আমির আলী, অভিভাবক হিসেবে মতামত প্রকাশ করেন, কুদ্দুস আলী, আনোয়ার হোসেন ও সুলতানা খাতুন, এ সময় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বেলুন ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। সময় শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। পরে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী