ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বস্তুনিষ্ঠ সাংবাদিতা প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী
  • মোঃ সাজিদ হাসান, ডিআইইউ প্রতিনিধিঃ
  • ২০২৩-০১-০৬ ১০:১০:০৩
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের প্রসাশনিক দপ্তরের চেয়ে বেশি শক্তিশালী৷ কারণ সাংবাদিকতাই পারে দেশের সরকারকে সুপথে পরিচালিত করতে৷ শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর গ্রীন সুপার মার্কেটে হিউম্যান সার্ভিস এন্ড রিসার্স ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি৷ ড. রায় বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা অন্য শিক্ষার্থীদের চেয়ে কর্মক্ষেত্রে এবং কার্যকরী যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ সাংবাদিকতা একটি মহান পেশা৷ এ পেশার ভিত্তিমূলটাই ক্যাম্পাস সাংবাদিকতা থেকেই৷ আজকের তোমরাই একসময়ের দেশসেরা প্রতিবেদক হয়ে উঠবে৷ তিনি বলেন, আমরা ৬০ এর দশকে ইত্তেফাক পত্রিকাকে বাঙ্গালির স্বাধীকারের পক্ষে জনমত গড়তে এক তূলনাহীন ভূমিকা দেখেছি৷ সাংবাদিকতায় ঘাত প্রতিঘাত থাকবেই৷ তবে একজন প্রকৃত প্রতিবেদক দেশ ও জাতির বৃহৎ কল্যানে ঘটনার গহীন থেকে তুলে আনবে জীবন্ত খবরের সমাহার৷ সে জায়গাতেই নিজেদের নিয়ে যেতে হবে৷ অপরাধীদের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের জন্যও উন্মোচন করতে হবে মতের ভিন্ন ভিন্ন দরজা৷ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ও ডিআইইউসাসের উপদেষ্টা মুরাদ হুসাইন, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও ডিআইইউসাসের উপদেষ্টা রাজিউর রহমান, ডিআইইউসাসের সভাপতি মুছা মল্লিক এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান৷ এ বছর ডিআইইউসাস থেকে দুই ক্যাগাগরিতে তিন জনকে পুরস্কার প্রদান করা হয়৷ এদের মাঝে সেরা রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ডিআইইউ সংবাদদাতা ইসমাম হোসেন ও দৈনিক ভোরের ডাকের ফয়সাল আহমেদ৷ এছাড়া ফিচার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক আমার সংবাদের ডিআইইউ প্রতিবেদক ইব্রাহিম প্রামানিক৷
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন