দিনাজপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, ব্রেইল বই ও পুরষ্কার বিতরণ দিয়ে দিবসটি পালিত হয়েছে ।
আজ সোমবার সকাল ১১ টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক চত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম শাহ্। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, শহর সমাজসেবা সমš^য় পরিষদের সভাপতি বজলুল হক, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কল্যান সমিতির সদস্য মাসুদা বেগম মুক্তা,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মইনুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ দুলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, সরকারী শিশু পরিবার (বালক) রাজবাটির উপ-তত্ত¡াবধায়ক নুসরত মাহমুদ, শহর সমাজ সেবা অফিসার মাইনুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসাদুজ্জামান। র্যালীতে এনজিও সংস্থাগুলোর পক্ষে অংশগ্রহন করে মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ চৌধুরী, মোসাদ্দেকুল ইজদানী ও মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম প্রমুখ ।