ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি'র পদত্যাগী এমপি উকিল সাত্তার
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০১-০১ ০৯:২১:২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি'র পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া। গতকাল সোমবার বিকেলে আবদুর রশিদ নামের একজন তার পক্ষে মনোনয়নপত্র নেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: জিল্লুর রহমান জানান।  সাত্তারসহ মোট ৭ জন মনোনয়নপত্র নিয়েছেন জেলা নির্বাচন অফিস থেকে। বৃহস্পতিবার দল থেকে তার পদত্যাগের পর আলোচনা ছড়িয়েছিলো তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত বিএনপি'র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া সম্প্রতি সংসদ থেকে দলের সিদ্ধান্তে পদত্যাগ করেন। এরপর দলও ছাড়েন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তার দলত্যাগ উপনির্বাচনে আলোচনায় নতুন মাত্রা যোগ করে। আগামী ১লা ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ভোট। ৫ই জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন। বাছাই ৮ই জানুয়ারি আর প্রত্যাহার ১৫ই জানুয়ারি।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত