ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০১-০১ ০৪:২৭:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আওতায় জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেয়া হয়। এ উপলক্ষে আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসাইন,গভঃমডেল গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক পারভীন আক্তার,   অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ।  নিয়াজ মোহাম্মদ  হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গভঃমডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা,সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩৪৯ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯৭ হাজার ৬৫২ জন শিক্ষার্থর জন্য চাহিদা দেয়া হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ১৩ লাখ ৮৩ হাজার ৫৬৪ শিক্ষার্থীর জন্য বই এসেছে। এছাড়াও প্রাথমিক পর্যায়ে ২১শ ৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ৭০ হাজার ৪৫৭ জন শিক্ষার্থীর চাহিদার মধ্যে প্রায় ৪০ ভাগ বই এসেছে। অবশিষ্ট বই দ্রুত সময়ের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত