ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রেবেকারাই সমাজের কল্যাণ বয়ে নিয়ে আসে: মন্ত্রী রেজাউল করিম
  • পিরোজপুর প্রতিনিধিঃ
  • ২০২২-১২-৩০ ০৬:৫৪:১৪
পিরোজপুরের নেছারাবাদে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন শতাধিক সাধারণ মানুষ। শুক্রবার(৩০ ডিসেম্বর) সকালে স্বরুপকাঠি এলাকায় ডাক্টার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম। মন্ত্রী বলেন, নারীরা সবখানে এগিয়ে। আজকে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সচিব হচ্ছেন-সর্বত্র তাদের মেধার পরিচয় হচ্ছেন। একজন রেবেকার মত সন্তানকে বিকশিত করতে হলে, সমাজ ব্যবস্থায় মনে রাখতে হবে; মানুষের কল্যাণে আত্ম উৎসর্গ করাই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের কাজ। দীর্ঘদিন যাবৎ ডাক্টার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে স্থানীয় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, পৌরসভার মেয়র গুলাম কবির, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বক্তব্য রাখেন। উল্লেখ্য ২০১২ সাল থেকে প্রয়াত বাবা-মায়ের নামে সেবাকেন্দ্রটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা। এরপর থেকেই প্রতিবছর এলাকার সাধারণ মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে আসছে সেবাকেন্দ্রটি।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত