২০২১-২০২২ কর বছরে চট্টগ্রাম বিভাগে ষষ্ঠবারের মত সেরা করদাতার সম্মাননা পেয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি ও সমাজসেবক অমল কান্তি দাশ । বুধবার (২৮ ডিসেম্বর) সকালে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ উপলক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে সেরা করদাতার সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কর কমিশনার সফিনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামান, কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মকবুল হোসেন পাইক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলম। এসময় অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, এই দেশ আমার, আপনার সকলের। দশে মিলে দেশকে গড়তে হলে, অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করতে হলে নিয়মিত কর প্রদানের বিকল্প নেই।
প্রসঙ্গত, অমল কান্তি দাশ বান্দরবানের একজন সুপরিচিত ব্যবসায়ী, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি এবং পৌর আওয়ামী লীগের সভাপতি। সমাজ উন্নয়ন, মানুষের কল্যাণ ও শিক্ষা বিস্তারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোপূর্বে তিনি আয়কর বিভাগ থেকে ছয় বার সেরা করদাতার সম্মাননা অর্জন করেছেন।