ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও কয়লা আমদানি শুরু
  • মুসা মিয়া, হিলি
  • ২০২২-১২-২৯ ০৮:৩১:২০

দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে এক বছর কয়লা আমদানি বন্ধ থাকার পর আবারও আমদানি  শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ৪ টার  দিকে ভারতের ঝাড়খন্ড রাজ্য থেকে ভারতীয় ৫ ট্রাকে ১২৭ টন  কয়লা আমদানি করা হয়েছে এ বন্দর দিয়ে। প্রতি মেট্রিক টন কয়লা ৯৫ ইউ এস ডলারে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের কাষ্টমস ক্লিয়ারিং এ- ফরোয়াডিং (সি এন্ড এফ) এজেন্ট  মেসার্স টপ-লাইন এন্টার প্রাইজ এর প্রতিনিধি সোবহান আলী জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মেসার্স গুপ্তা এন্টারপ্রাইজ কয়লাগুলো আমদানি করেছেন।

হিলি স্থলবন্দরের কাষ্টমস রাজস্ব কর্মকর্তা শুকান্ত দাস জানান, ২০২১ সালের ডিসেম্বরের ২৫ তারিখে সর্ব শেষ হিলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি হয়েছিলো। আর আজ বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর)  ভারতীয় ৫ ট্রাকে ১২৭ টন  কয়লা আমদানি হয়েছে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ