ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কক্সবাজারে হবে আন্তর্জাতিক মানের সি-অ্যাকুরিয়াম
  • শহীদুল্লাহ কায়সার, কক্সবাজার
  • ২০২২-১২-২৯ ০৭:২৮:১৫

কক্সবাজারে আন্তর্জাতিকমানের একটি সী-এক্যুরিয়াম স্থাপন প্রকল্পের কাজ সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেঁচারদ্বীপস্থ বাংলাদেশ ওশানুগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে 'বার্ষিক গবেষণা প্রতিবেদন' উপস্থাপন নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সেমিনারে তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপির আকার ৮। এটিকে ১০ এ উন্নীত করতে হলে সুনীল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে সমুদ্র থেকে খনিজ সম্পদ ও মৎস্য সম্পদ আহরণে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি বায়ু বিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্র কেন্দ্রিক ইকো-ট্যুরিজম উন্নয়নে গুরুত্ব দিতে হবে। 

বাংলাদেশ সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের অর্থনীতি সম্পর্ক বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্য সম্পদ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ উন নবী প্রমুখ।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার। সেমিনারে সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীরা তাদের বার্ষিক গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন। 

সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মিরা অংশ নেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী