সিরাজগঞ্জে সহকারী জজ আদালতের সেরেস্তা থেকে দেওয়ানি মামলার নথি চুরির ঘটনা ঘটেছে । এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে নাজির ওসমান গনি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, রবিবার বিকেলে সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালত কামারখন্দ সেরেস্তা থেকে দেওয়ানি মামলার নথি চুরি হয়েছে এমন একটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ, সিআইডি ঘটনা স্থল পরিদর্শন করে। এসময় সেরেস্তার কর্মচারিরা জানান সেরেস্তার তালাবদ্ধ কক্ষ খুলে দেখে মামলার নথি মেঝেতে এলোমেলো ভাবে পরে আছে আলমারিতে রক্ষিত নথি নেই, কক্ষের পিছনের জানালার সিক ভাঙ্গা। কর্মচারিদের ধারনা করছে পিছনের ভাঙ্গা জানালা দিয়ে মামলার নথিগুলো চুরি করা হয়েছে। এই ঘটনায় কামারখন্দ এবং উল্লাপাড়া উপজেলার দেওয়ানি মামলার বেশকিছু নথি চুরি হয়েছে।
পুলিশ জানায় বৃহস্পতিবার সেরেস্তা কক্ষ বন্ধ করে কর্মচারিরা চলে যায় এর পরে রবিবার বিকেলে খোলা হলে নথি চুরির বিষয়টি নজরে আসে। এই ঘটনা জেলা জজকোটের নাজির ওসমান গণি বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সুপার আরিফুর মন্ডল ঘটনা স্থল পরিদর্শন করেছেন, সিআইডিও এসে ছিলো। গুরুত্বসহকারে মামলা টি দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এর আগে তিন বার মামলার নথি চুরির ঘটনা ঘটেছে।