ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রায়পুরা প্রেসক্লাব'র ৪০বছরে পদার্পণ উপলক্ষ‍্যে বিভিন্ন কর্মসূচী পালিত
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২২-১২-২৮ ০৯:০৯:৪৪

গ‍ৌরব ও সাফল‍্যের ৪০বছরে পদার্পণ উপলক্ষ‍্যে নরসিংদীর ঐতিহ‍্যবাহী রায়পুরা প্রেসক্লাব'র আয়োজনে বুধবার দিনব‍্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে প্রেসক্লাবের সদস‍্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবর্গের সমন্নয়ে একটি বর্ণাঢ‍্য শোভাযাত্রা রায়পুরা প্রেসক্লাব থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রায়পুরা উপজেলা পরিষদ মিলনয়তনে আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রায়পুরা প্রেসক্লাব'র সভাপতি মো. মোস্তফা খান এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুরার গণমানুষের নেতা, সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। অনুষ্ঠানে রায়পুরা প্রেসক্লাবের নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধান অতিথি। কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাভিশন এর প্রধান সম্পাদক এবং পিআইবি'র সাবেক মহা-পরিচালক ড. আবদুল হাই সিদ্দিক। এতে পৃষ্ঠপোষকতা প্রদান করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার এবং রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন‍্যান‍‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন রায়পুরা পৌর মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং রায়পুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.আফজাল হোসাইন, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন'র নরসিংদী জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা উপজেলা চেয়ারম‍্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. খোরশেদ আলম, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রেসক্লাবের পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ- সভাপতি মো. মাজেদুল ইসলাম, এস. এম. শরীফ, কোষাধ‍্যক্ষ রেজাউল করীম শাহীন, দপ্তর সম্পাদক ছালেক আহমেদ পলাশ প্রমূখ। পূর্বাহ্নে আমন্ত্রিত অতিথিগণকে ফুলেল উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেয়া হয়। পরে গুণীজন সম্মননা প্রদান অনুষ্ঠানে রায়পুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এযাবতকাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালনকারী সভাপিত ও সাধারণ সম্পাদকদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে রায়পুরা প্রেসক্লাবের সদস‍্যবৃন্দ ছাড়াও অগণিত সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. নুর উদ্দিন আহমেদ। বিকেলে স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দিনাজপুরে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীতে দুটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগকে আলোচনা  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ