ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ির আঙিনায় সবজি বাগান
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-১২-২৭ ০৯:৩৩:৪৫

সিরাজগঞ্জে বাড়ির আঙিনায় সবজি বাগান করে সাবলম্বী হচ্ছেন ১ হাজার ১৫৮ জন নারী-পুরুষ। বাড়ির আঙিনায় সরকারি প্রকল্পের আওতায় এসব পতিত জমিতে মাটি ফেলে সবজি চাষ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা।

এসব বাগান স্বামীর পাশাপাশি শখের বসে নিয়মিত দেখাশোনা করেন স্ত্রী-সন্তানরা। এতে পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদেরও সবজি জোগান দিয়ে থাকেন। প্রায় ২০ প্রকারের সবজি চাষ করছেন এসব উদ্যোগী কৃষক।

এ বছর কামারখন্দ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় ৫৪টি প্রর্দশনী স্থাপন করেছে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প। গত ২৫ ডিসেম্বর দিনভর প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী এসব পরির্দশন করেন।

জেলেরা কামারখন্দ কৃষি সম্প্রসারণ র্কমর্কতা তাহসীন তাবাসসুম বলেন, ‘আমরা র্সাবক্ষণিক কৃষকদের সহযোগিতা করছি বাড়ির উঠানে বিষমুক্ত সবজি চাষ করতো।’

সরেজমিনে জানা যায়, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মুগবেলাই গ্রামের সোনাউল্লাহ সখের ছেলে আসাদুল্লাহ বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি বাগান গড়ে তুলেছেন। সবজির পাশাপাশি আছে বিভিন্ন ফল ও মসলা জাতীয় ফসল। সবজির মধ্যে আছে বাঁধাকপি, ফুলকপি, টমোটো, পেঁপে, লালশাক, পুইশাক, বেগুন, পালংশাক, বরবটি, ঢেঁড়শ। উপজেলায় আসাদুল্লাহ ও লিলি খাতুনসহ ৫৪টি পরিবার বাড়ির আঙিনায় সবজি বাগান করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ র্কাযালয় সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে পুরো জেলায় এ বছর  ১ হাজার ১৫৮ জনের বাড়ির আঙিনায় সবজি বাগান করে দেওয়া হবে। যা গত বছর ছিল মাত্র ৩৩৬ জনের বাড়ির আঙিনায়।

এতে বাঁশ, খুঁটি সবই বিনা মূল্যে দেওয়া হয়। সেইসঙ্গে বিভিন্ন সবজির বীজ, সার দেওয়া হয়। নিয়মিত কৃষি অফিসার এবং উপ-সহকারী কৃষি অফিসাররা তদারকি করে থাকনে। বাড়ির উঠানে সবজি চাষি আসাদুল্লাহ বলনে, ‘আমরা ছোটবেলা থেকেই সবজি চাষের প্রতি আগ্রহ বেশি। তখন থেকেই বাড়ির পাশে বিভিন্ন ফল, ফুলের গাছ লাগাতাম। র্বতমানে সরকারের পক্ষ থেকে সুযোগ পেয়ে সবজি বাগান করেছি। প্রায় ২০ প্রকারের সবজি, মসলা, ফুলের গাছ আছে।’

কৃষিবিদ কামরুল হাসান  বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পতিত ও অনাবাদি এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না।’

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সুত্রধর বলেন, ‘জেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় বাড়ির আঙিনায় সবজি বাগান বাড়ছে। র্পযায়ক্রমে এ প্রকল্পের আওতায় অন্য বাড়ির আঙিনায়ও বাগান হব।’

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী