ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ভিসা জালিয়াতির অভিযোগে ৩ চীনা নাগরিক যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৭-২৪ ০১:২৯:৩০

ভিসা জালিয়াতির অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা। অভিযোগ রয়েছে, চীনের সেনাবাহিনীর সদস্যপদ নিয়ে তারা যুক্তরাষ্ট্রে মিথ্যা তথ্য দিয়েছে।

এদিকে তথ্য চুরির অভিযোগে সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নেয়া অপর এক চীনা বিজ্ঞানীকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এফবিআই।

তারা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এমন কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছে, যাদের সঙ্গে চীনা সেনাবাহিনীর অঘোষিত সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের দাবি চীন পরিকল্পনা করেই তাদের সেনাবাহিনীর বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

এরআগে বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের আদেশ দিয়েছে মার্কিন প্রশাসন। এ ঘটনা চরম আপত্তিজনক ও ন্যায়বিচারহীন বলে মন্তব্য করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

 

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ