ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২২-১২-২৬ ০৮:১৩:০৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার পরিচালনায় সোমবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ হল রুমে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি'র রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন; প্রতিবেদন পাঠ করেন কাশিপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ হাবিবুর রহমান; ফুলবাড়ী ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ সামসুননাহার শাপলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট ( চঃ দাঃ) মোঃ ইবনুল হক; ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসার মোঃ রায়হান উদ্দিন সরদ্দার; ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান;সমাবেশে এ উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১জনকে বাইসাইকেল; ১৮জনকে ছাতা পুরষ্কার হিসেবে প্রদান করা হয়। সবশেষে উপস্থিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী