ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নরসিংদী সদর প্রেস ক্লাবের কার্যকরী সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১২-২৬ ০৮:০৫:১৮
২৫ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকা ২০২২ নরসিংদী সদর প্রেস ক্লাবের কার্যালয়ে ক্লাবের কার্যকরী সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করা হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন সদর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ কাউছার হোসাইন, এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর প্রেস ক্লাবের উপদেষ্টা সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকা প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত চিন্তা ও সাপ্তাহিক নরসিংদীর কন্ঠে পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত কোষাধক্ষ্য মোঃ জয়নাল আবেদীন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোস্তফা মিয়া , উক্ত সভা পরিচালনা করেন সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দি ফাইনান্সিয়াল পোস্ট পত্রিকার সাংবাদিক মাসুদ রানা বাবুল, বক্তব্য রাখেন , সদর প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম মতি, ফজলুল হক চৌধুরী, ডাক্তার শরীফ মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন , প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, জার্নালিস্ট এন্ড রাইটার সোসাইটির সেক্রেটারি আর এ লায়ন সরকার, সদর প্রেসক্লাবের কার্যকরী সদস্য আ, ছাত্তার মিয়া, শিবপুর প্রেস ক্লাবের সদস্য মোঃ স্বপন প্রমুখ। সম্মানিত উপদেষ্টা এবিএম আজরাফ টিপু বলেন হাটি হাটি পা পা করে নরসিংদী সদর প্রেস ক্লাব নরসিংদীতে একটি জনবান্ধব প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক সুনাম অর্জন করেছে পাশাপাশি প্রেস ক্লাবের সাংবাদিকরা নরসিংদী সদর বাসীর কল্যাণে কাজ করছে ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বস্তু নিষ্ঠ ভাবে প্রকাশ করে থাকেন আমি নরসিংদী সদর প্রেসক্লাবের সকল সদস্যদের কে অভিনন্দন জানাই। নরসিংদী প্রেস ক্লাবের কোষাধাক্ষ জয়নাল আবদীন বলেন নরসিংদী সদর প্রেসক্লাব নরসিংদীতে ব্যাপক সুনাম অর্জন করেছেন এবং সদর প্রেসক্লাব থেকে নরসিংদীর সাধারণ মানুষ উপকার পাচ্ছেন আমি তাদের সাফল্য কামনা করি। প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় ক্লাবের সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করেন। পাশাপাশি এই বছর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার ২ জন শিক্ষার্থীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয় ।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন