ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরায় ৫শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২২-১২-২৬ ০৮:০৩:৪৫
হাড় কাপানো শীত, ঘন কুয়াশার সঙ্গে সারাদেশে বেড়ে চলেছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতের হিমেল পরশে সবাই জবুথবু। কাহিল হয়ে পড়েছে জন-জীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষের। এমতাবস্থায় এই তীব্র শীতে অসহায় দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে নরসিংদীর রায়পুরায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এন জামান এর নেতৃত্বে নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু'র সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার ( ২৫ ডিসেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এন জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন৷ এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান দুলাল, বিএনপি নেতা জাহিদুল ইসলাম লিটন, ইসমাইল মেম্বার, উপজেলা তরুন দলের সভাপতি জাকির হোসেন ইমন, ফয়সাল আহমেদ, কুফু মেম্বার, মন্নাফ মিয়া, আবুল হোসেন, মুজিবুর রহমান, সাদির মিয়া, আমজাদ হোসেন, শহিদুল ইসলাম রনি সহ আরো অনেকে৷
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী