ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুরে বিএনপি ও জামায়াতের বিশাল গণমিছিল, আটক ১৫
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-২৪ ১০:৫৮:৩০

দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় জামায়াতের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গনমিছিল করেছে জেলা জামায়াত শিবির। মিছিলের আগে ও মিছিল শেষে শহরের বিভিন্ন স্থানে অটোরিক্সায় তল্লাশী চালিয়ে অন্তত ১৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকালে ৩ টারদিকে কোতয়ালী থানার তদন্ত ইন্সপেক্টর গোলাম মাওলা শাহ আটকের সংবাদ নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে ।  

দিনাজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল করেছে জামায়ত-শিবির ও তাদেও নেতাকর্মীরা। জামায়াত-শিবিরের  এই গণমিছিল থেকে অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত – শিশির কর্মীরে মধ্যে হয়েছে আতাউর রহমান আতা (৬৬), হাসানুর রহমান (২৯), সেলিম উদ্দীন (৩৪), মনোয়ার হোসেন (৪০) প্রমুখ ।
  
জামায়াত শিবিরের গনমিছিলটি দিনাজপুর স্টেশন চত্বর থেকে পৌরসভা মোড়  হয়ে সদও হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয় । জামায়াত-শিবিরের গনবিক্ষোভ মিছিলে কয়েক হাজার জন নেতাকর্মী অংশ গ্রহন করেন । 
 
দিনাজপুর স্টেশন চত্বর হতে মিছিল বের হলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলামসহ ডিবির কিছু পুলিশ সদস্য বাধা দেয়। এতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করার উদ্যত হলে পুলিশ ঘটনাস্থল থেকে ত্যাগ করে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি স্টেশন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ শেষে  দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদেরকে আটক করে। 

অপর দিকে জেলা বিএনপির আয়োজনে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ গণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, কোতয়ালী বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ