“স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি হাকিমপুরে পাঁচদিন ব্যাপি স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলার শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পাঁচদিন ব্যাপি স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়। হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ নুর-এ আলম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ সমাবেশের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বক্তব্য রাখেন, ক্যাম্প চীপ ও উপজেলা স্কাউট কমিশনার আনোয়ারুল হক টুকু, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রোগ্রাম চীপ ও উপজেলা স্কাউট লিডার তারেক মাহামুদ, সম্পাদক কাওছার আলী আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাকিমপুর উপজেলা কাব লিডার মোঃ মহিদুল ইসলাম।
এসময় স্কাউটস হাকিমপুর উপজেলার সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, কাওছার পারভীন, মোঃ গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন, হাকিমপুর সরকারি কলেজের আর এস এল রহুল আমিন, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের আর এস এল নাজ সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার সম্পাদক কাওছার জানান, ৫ দিন ব্যাপী এ স্কাউট সমাবেশে পদ্মা, মেঘনা ও যমুনা নামে ৩ টি সাব ক্যাম্পে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।