ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১২-২৩ ০৫:৩২:০৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর)  ভোর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত নাইম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। এসময় আরও এক যুবক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূইয়া  জানান, চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ বিলম্ব হয়ে ভোর সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। স্টেশনে যাত্রা বিরতী দিলে ট্রেনের পেছনের অংশ প্লাটফর্মের বাইরে ঝুপঝাপের দিকে থাকে। যাত্রাবিরতিতে পেছনের দুই বগি থেকে দুই যুবক ট্রেন থেকে নামলে তাদের ছিনতাইকারীরা ছুরি ধরে। এসময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাইম ইসলাম অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার মরদেহ সদর হাসপাতালে নিয়ে আসলে মর্গে প্রেরণ করে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী