ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ট্রেনের দরজা বন্ধ রাখাকে কেন্দ্র করে যাত্রীদের রক্তক্ষয়ী সংঘর্ষ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১২-২২ ১০:০৭:২২
নরসিংদীর পলাশে ট্রেনের দরজা বন্ধ করে রাখাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে চটগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে। সকাল ৬টা ৬মিনিটে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে পলাশের জিনারদী রেলস্টেশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছালে বন্ধ করে রাখা দরজা খোলার কথা বলায় ১৫ জনের একটি গ্রুপ অপর এক যাত্রীকে মারধর করে। এসময় অপর এক যাত্রী তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে মেরে রক্তাক্ত করে এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে। ট্রেনটি সকাল ৬টা ২৫ মিনিটে ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে ভিকটিম দুই যাত্রী চিৎকার করে নিজেদের বাঁচাতে অন্য যাত্রীদের জড়ো করে। পরে ওই ১৫ জনকে ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। এতে ১৫ জনের মধ্যে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয় এবং তাদের মধ্যে ১২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাকি ৩ জন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদের আগে মারধরের অভিযোগ করে। তারা জানায়, আমরা ঢাকা থেকে চট্টগ্রামে ঘুরতে যাই এবং আজ ট্রেনে করে ঢাকার পথে যাত্রা করি। একজন পাগল মানুষ গেটের সামনে শুয়ে থাকে। যার কারণে গেট খুলতে আমরা বাঁধা দেই। এতে ঐ লোক আমাদের সাথে তর্কে জড়ায়। এ নিয়ে কথাকাটি হলে ঝগড়া হয়। তাদের বিপক্ষের দুই যাত্রী এই অভিযোগ অস্বীকার করেন। খবর পেয়ে ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দুই গ্রুপের অন্তত ৪ জনকে কমলাপুরের রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ