ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুর ঘোড়াঘাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-২২ ০৭:৫৪:৪৩

দিনাজপুর ঘোড়াঘাটে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জহুরুল ইসলাম (৬৭) নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত জহুরুল ইসলাম উপজেলার সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে। 

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জহুরুল ইসলাম চাকুরী শেষে স্থানীয় রাণীগঞ্জ বাজারে কীটনাশক ও সারের ব্যবসা করেন তিনি।

ঘোড়্ঘাাট থানার ওসি আবু হাসান কবির স্থানীয়দেও বরাত দিয়ে বলেন জহুরুল ইসলাম  নিজ বাড়ি থেকে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় রানীগঞ্জ ব্রাক অফিসের সামনে অপেক্ষা করার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিতসাধীন অবস্থায় তিনি  মারা যান। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির সড়ক দূর্ঘটনায় নিহিত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুও মামলা দায়ের করা হয়েছে। 

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ