পটুয়াখালীতে উপকূলীয় শিক্ষা ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ২২ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০ টায় পিটিআই রোডস্থ এসডিএ এর প্রশিক্ষন হলে গণ স্বাক্ষরতা অভিযান বাংলাদেশের অর্থায়নে ও বাস্তবায়ন সংস্থা এসডিএ এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরীনের সঞ্চালনায় উপকূলীয় শিক্ষা ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করনীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মংফুন ওয়েন, জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ মাহাবুবুর রহমান, বিশিস্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ।
কর্মশালায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করনীয় বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থানা অনুষদের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রতিনিধি।