ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
একটি সড়ক পাল্টে দিবে ৩ উপজেলার মানুষের ভাগ্য
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২২-১২-২১ ০৬:৫৮:২৫

সড়ক ও জনপথ বিভাগ নির্মিত একটি সড়ক পাল্টে দিতে চলেছে ৩ উপজেলার মানুষের ভাগ্য। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ছাড়াও বান্দরবান জেলার লামা এবং আলীকদম উপজেলার মানুষ ভোগ করবে সড়কটির সুফল। 

উল্লিখিত উপজেলা ৩টির দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষ এখন দেশের যে কোন অঞ্চলে স্বল্প সময়ে যাতায়াত করতে পারবেন। ফলে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া ছাড়াও শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক সুবিধা গ্রহণ করতে পারবেন। দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার মানুষের জন্য যা ছিলো প্রায় অধরা। 

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (চট্টগ্রাম জোন) এর অধীনে ইয়াংচা-মানিকপুর-শান্তিরবাজার মহাসড়ক নির্মাণ কাজ শুরু করা হয়। ৫৫ কোটির অধিক টাকা ব্যয়ে ১৯ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়ক উন্নয়ন কাজ শুরু হয় ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই। ২০২২ খ্রিস্টাব্দের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হয়। এরপর অনানুষ্ঠানিকভাবে সড়কটি যানবাহন চলাচলের উন্মুক্ত করে দেয়া হয়।

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফিন বলেন, “ চলতি বছরের ৭ ডিসেম্বর কক্সবাজার সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সমাপ্ত সড়ক বিভাগের ৩টি প্রকল্পের উদ্বোধন করেন। আজ (২১ ডিসেম্বর) দেশব্যাপী ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধনের মাধ্যমে দেশের সড়ক ব্যবস্থায় এক নতুন মাইল ফলকের সৃষ্টি হলো। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ফল বয়ে আনবে।” 

সড়কটি জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই সড়ক ব্যবহারের মাধ্যম ৩ উপজেলার মানুষ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষি, শিল্প ও চিকিৎসাসেবা সহ নানান ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। এমন তথ্য দিলেন চকরিয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাহাত আলম।

এদিকে, ২১ ডিসেম্বর সকালে ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লিখিত সড়কটিও এর আওতায় রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম শেষের পর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহীন ইমরানের সভাপতিত্বে ও সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী