ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বিদ্যুত পৃষ্ট হয়ে তরুণ আবৃত্তিকার অনি'র মা ও নানীর মর্মান্তিক মৃত্যু
  • পাবনা প্রতিনিধি:
  • ২০২২-১২-২১ ০৬:৫১:২৩

পাবনায় বিদ্যুত পৃষ্ট হয়ে মা ও মেয়ে দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯টায়  সদর উপজেলার দাপুনিয়া গ্রামে এঘটনা ঘটে। 

জানা গেছে বিদ্যুতের ফূটো তারে স্পর্শ লেগে প্রথমে মা জাহানারা খাতুন(৫৫) বিদ্যুত তারিত হন। তাকে বাঁচাতে বিদ্যুত লাইন বন্ধ করার জন্য প্লাগ খুলতে গিয়ে বিদ্যুত তারিত হন মেয়ে নার্গিস সুলতানা (৩৫)। উভয়ে ঘটনাস্থলেই মারা যান। 

মা ও মেয়ে বিদ্যুত পৃষ্ট হয়ে একসাথে মারা যাওয়ার খবরে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষ বারের জন্য এক নজর দেখার জন্য শত শত মহিলা ঐ বাড়িতে ভিড় জমায়। বিদ্যুত পৃষ্টে নিহত নার্গিস সুলতানার স্বামীর বাড়ি পাবনার উপশহর হিমাইতপুরে। মায়ের ডাকে তিনি দাপুনিয়ায় বাবার বাড়ি গিয়েছিলেন। তার স্বামী ও বড় মেয়ে পাবনার উদীয়মান কবি, আবৃত্তিকার ও সংবাদ পাঠিকা জান্নাতুল ফেরদৌস অনি ঢাকায় ছিলেন। তারা আসার পর গতকাল রাত নয়টায় মরহুমাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাপুনিয়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়। মা ও মেয়ের মর্মান্তিক এই মৃত্যর ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক খবর বাংলার সম্পাদক ও খবর বাংলা সাহিত্য পরিষদের সভাপতি আলহাজ্ব ডা:আব্দুস সালাম, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কবি আবূল কালাম আজাদ বাবু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সা‌বেক সভাপতি আবুল কাশেম, কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, উত্তরন পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র বার্তা সম্পাদক  আলমগীর কবীর হৃদয়, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক মোবারক হোসেন, মিডিয়া এসোসিয়েশনের সভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক জুবায়ের কাজল ও পাবনা মিডিয়ার সভাপতি ফজলুল করিম বাচ্চু, উত্তরণ পাবনা'র সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ সহ সকল সদস্য বৃন্দ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত