ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিক নেতাকে মারধোর, দেড় ঘন্টা কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১২-২০ ১২:১৩:২১

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনালে পরিবহন শ্রমিককে পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুসের চড়থাপ্পর মারার ঘটনায় প্রায় দেড় ঘন্টা কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে প্রায় ১০ কিলোমিটারের বেশী দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয়া হয়। পৌর নির্বাহীর অপসারন দাবী করেছেন পরিবহন নেতারা। 

প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিকরা জানায়- ভাদুঘর বাস টার্মিনালে পৌরসভা কর্তৃপক্ষের দেওয়া কয়েকটি বাশের খুঁটি তুলে ফেলে পরিবহন শ্রমিকরা। এরপরই মঙ্গলবার রাত পৌনে ৯ টাকার দিকে পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস বাস টার্মিনালে গিয়ে ক্ষুব্দ হয়ে জাকির নামে এক শ্রমিক নেতাকে ধাপ্পড় মারেন। এ ঘটনায় ক্ষুব্দ শ্রমিকরা টার্মিনালের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এলোপাতারি বাস রেখে সড়ক অবরোধ করে এবং পৌর নির্বাহীর অপসারন চেয়ে বিক্ষােভ করতে থাকে। এতে মহাসড়কের সুলতানপুর থেকে পুনিয়াউট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বুধবার সকালে বৈঠকে বসে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। এরপর শ্রমিকরা অবরোধ উঠিয়ে নিলে প্রায় দেড়ঘন্টা পর রাত সাড়ে ১০ টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত