ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দুর্গাপুরে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকার ৫টি প্রকল্পের উদ্বোধন
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২২-১২-২০ ০৭:৫০:৪৮

স্থানীয় সরকার এলজিইডি দুর্গাপুর উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অবধি রাজশাহী-৫ আসনের এমপি প্রফেসর ডা. মনসুর রহমান এর জন্মভূমি কিসমত গনকৈড় ইউনিয়নে উন্নয়ন মূলক প্রকল্পের প্রায় তিন কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে মোট ৫ টি উন্নয়ন প্রকল্প- 

উজানখলসী বাজার থেকে রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা, বাদইল স্কুল হতে তেবাড়িয়া পুঠিয়া রাস্তা পর্যন্ত পাকা রাস্তা  বাদইল ইউজেডআর হতে ভায়া বড়ইল প্রাথমিক বিদ্যালয় সড়ক পর্যন্ত পাকা রাস্তা,  আড়ইল বাজার হতে কাদেরের বাড়ী হয়ে আকবর আলীর বাড়ী পর্যন্ত রাস্তা ও কালভার্ট নির্মান কাজের শুভ উদ্বোধন করেন (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।

স্থানীয় সরকার এলজিইডির বাস্তবায়নে উন্নয়ন মূলক প্রকল্প রাস্তাঘাট ও কালভার্টের উদ্বোধন শেষে কয়মাজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাবিল উদ্দিনের জানাজা নামাজে অংশগ্রহণ করেন এবং মরহুম প্রধান শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রফেসর ডা. মো. মনসুর রহমান এমপি।

এ সময় উপস্থিত উপজেলা ছিলেন উপজেলা প্রকৌশলী  মাসুক-ই- মোহাম্মদ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,  রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দুর্গাপুর পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান নিঝুম, ইসরাফিল আলম, ছাত্রলীগ নেতা সাগর আহমেদ কাউসার আলী, কিসমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রোহান যুগ্ম আহ্বায়ক মোস্তাকিন, সৈকত, সোহাগ সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ