ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২২-১২-২০ ০৭:১২:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শিমরাইলকান্দি খাদ্য গুদামে ৬০ টন চাল সংগ্রহের মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাকারিয়ার মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কাউসার সজীব, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভুইয়া স্বপন। জেলা খাদ্য বিভাগ জানায়, অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে জেলার ১৪১ টি চালকলের মধ্যে তালিকাভূক্ত ৯১ টি মিলের সাথে চুক্তি হয়েছে। সংগ্রহ কার্যক্রমের আওতায় প্রতিকেজি ৪২ টাকা দরে ১৭ হাজার ১৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। উল্লেখ্য, ২৬ নভেম্বর পর্যন্ত মিল মালিকদের সাথে চুক্তির মেয়াদ থাকলেও বাজার দরের সাথে সামঞ্জস্য না থাকায় মিল মালিকদের পক্ষ থেকে তেমনি সাড়া মিলেনি। পরে চুক্তির মেয়াদ ৩ দফা বাড়িয়ে তা ১৫ ডিসেম্বর পর্যন্ত করে ৯১ শতাংশ মিল মালিকদের সাথ চুক্তি সম্পন্ন করা হয়। এ সময় মিল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক ক্ষতি সত্বেও তারা সরকারী সংগ্রহ কার্যক্রমকে সফল করতে চুক্তি মোতাবেক চাল সরবরাহ করবেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী