ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ট্রেনে কাটা পরে অজ্ঞাত নামা নারীর মৃত্যু
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২২-১২-২০ ০৬:৫৬:৪০

নরসিংদীর রায়পুরায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নামা (৫০) এক নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশে আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আপ কালনী এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হয়ে আউটার আসা মাত্রই ওই অজ্ঞাত নামা নারী ট্রেনে কাটা পড়ে। ওই নারীর মুখমন্ডল থেঁতলে যায়। দেহ খন্ড বিখন্ডিত মরদেহটি রেললাইনের পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা স্টেশন মাষ্টার কে খবর দেন। পরে নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। খন্ড বিখন্ডিত চেহরা বিকৃত হওয়ায় নিহতের লাশ শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ (এসআই) সাইফুল ইসলাম জানান, মেথিকান্দা রেলস্টেশন মাষ্টার সূত্রে নিহতের খবর পেয়ে দুপুরে ঘটনা স্থলে এসে অজ্ঞাত নামা লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। লাশ সনাক্তে পিবিআই কে খবর দেয়া হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী