ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই- তথ্য মন্ত্রণালয় উপ-সচিব রওনাক জাহান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১২-১৭ ০৯:১০:১১

তথ্য মন্ত্রণালয় উপ-সচিব ও বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক রওনাক জাহান বলেছেন, বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা, ইংরেজী শিক্ষা ও নৈতিক শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার সমন্বয় ঘটিয়ে নতুন প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া কাউতলীতে সানরাইজ স্কুল অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাস-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন পাঠ্য ক্রমের সাথে তাল মিলিয়ে  বিদ্যালয়টি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের মিডিয়া রিলেশন্স বিভাগের প্রধান গোলাম কিবরিয়া, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমীর নির্বাহী পরিচালক ওয়াসিম আহমেদ খান শিমুল, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান চৌধুরী, কাউতলী কেন্দ্রীয় মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি ছায়েদুর রহমান সাইদ, কাউতলী পঞ্চায়েত কমিটির সদস্য শেখ মোঃ আব্দুর রহিম সর্দার, মোঃ রহিছ মিয়া সর্দার, মোঃ ফুল মিয়া সর্দার, বিশিষ্ট মুরুব্বী মোঃ বাচ্চু মিয়া প্রমূখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী