ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মানণা স্বারক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪২ জন বীর মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইয়ামিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক এম ওয়াসেল সিদ্দিকী, সদর উপজেলার সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হোরায়ারা প্রমুখ।