ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস পালিত
  • রাজশাহী প্রতিনিধিঃ
  • ২০২২-১২-১৬ ০৮:৩৩:৪১

রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে  মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের সকালে সূর্যোদয় অন্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয়র‌্যালী সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ সহযোগে রাজশাহী কলেজের অভিমুখে রওনা দিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারের শহীদ বেদীমূলে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ সহ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন সহ জাতির পিতার আবক্ষ প্রতিকৃতির পাদদেশে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিজয় আনন্দে মহান বিজয় দিবসের ঐতিহাসিক ও আদর্শিক প্রতিপাদ্য বক্তৃতা রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

মহান বিজয় দিবসের সার্বিক কর্মসূচিসমূহে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার-এঁর অসুস্থতাজনিত কারনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু এবং সার্বিক তত্বাবধান সহ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। এসময় জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী