আমতলীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান দিবসটি। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যউদয়ের সাথে সাথে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ দিবসটির শুভ সূচনা হয়।
পরে সকাল ৭.০০ টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতাস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পৌর কর্তৃপক্ষ, উপজেলা পরিষদ, আমতলী পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন, সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস, আমতলী মুক্তিযোদ্ধা কাউন্সিল, এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন সুশৃংখলভাবে ফুলেল শুভেচ্ছা জানায়।
এরপর আমতলী প্রশাসনের উদ্যোগে সকাল ৯ ঘটিকায় আমতলী সরকারি একে স্কুল প্রাঙ্গনে আমতলী উপজেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সকল সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ করা হয়।
সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান, পৌর মেয়র মতিয়ার রহমান, আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, প্রভাষক জিএম ওসমানী হাসান, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, এছাড়াও সকল মুক্তিযোদ্ধা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারন জনগন।