ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে মহান বিজয় দিবস পালন
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১২-১৬ ০৫:০৩:৪৩

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে তোপধ্বনি, মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় র‌্যালি বের করা হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর শুক্রবার প্রত্যুষে ডিসি স্কয়ার মাঠে ৩১ বার তোপধ্বানূর মাধ্যমে দিবসের শুভ সূচনা।সূর্যোদ্বয়ের সাথে সাথে সবল সরকারি, আধা সরকারি, স্বায়িত্তশাসিত এবং বেরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। পৌনে সাতটায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ শরীফুল ইসলাম। এসময় পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী ১ আসদের সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি, সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পুলশ সুপার মোহাম্মাদ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, জেলা অঅওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা অঅওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরে, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ। 

পরে ডিসি বাংলার সামনে এবং পুরাতন জেলখানা ও মাদবার বাড়ি সংলগ্ন গণকবর জিয়ারত করেন জেলা প্রশাসন। পৌনে আটটায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বনাঢ্য বিজয় র‌্যালি  বের হয়ে এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ৮টায় এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। পৌনে ৯টায় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস বালকদল, রোভার স্কাউটস, গার্লস গাইড.জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুঁচকাওয়াজ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী