ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজার মৃত্যু
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৭-২৩ ০২:৫৮:০৭

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে আরও ৭ হাজার মানুষের। এনিয়ে বিশ্বে করোনা মহামারিতে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৬ লাখ ২৯ হাজার। মোট শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩শ’ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে, নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট প্রাণহানি প্রায় দেড় লাখ। বুধবার একদিনে সর্বোচ্চ ১১’শর বেশি প্রাণহানি হয়েছে ভারতে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এদিন করোনা সংক্রমণ ধরা পড়েছে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে।

এদিকে, মেক্সিকোতে আরও প্রায় এক হাজার মানুষের মৃত্যুতে ৪০ হাজার ছাড়িয়েছে মোট প্রাণহানি।

  ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের