পরিবেশ রক্ষায় দেশে আবিস্কৃত প্রথম ডিজিটাল থ্রি হুইলার ভ্যাহিকেলের শো রুম বাঘ ইকো মটরস এর শো রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রধান অতিথি থেকে শো রুমটির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি, সদস্য সচিব জাবেদ রহিম বিজন। এতে স্বাগত বক্তব্য রাখেন বাঘ ইকো মটরসের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, এসিড চালিত ব্যাটারির ব্যবহার বন্ধের লক্ষ্যে এই গাড়ির পরিকল্পনা করা হয়। শতভাগ পরিবেশ বান্ধব এই ভ্যাহিকেলটি সৌর বিদ্যুৎ চালিত। দীর্ঘ চার বছর অক্লান্ত চেষ্টার পর প্রধানমন্ত্রীর উৎসাহে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই ডিজিটাল থ্রি হুইলার ভ্যাহিকেলটি প্রথম বাংলাদেশে আবিষ্কার করা হয়েছে।