ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১২-১৫ ১০:১৪:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিকদের কাজের উদ্দেশ্য এক ও অভিন্ন। ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃক্সখলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাবে। যেখানে আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতি ঘটবে সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে মিলে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিনির্মানে কাজ করে যাব। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজউদ্দিন জামি, সদস্য সচিব জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্ররি· মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন